গোবরডাঙ্গায় সেবার সাহিত্য বাসর
দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতাঃ গোবরডাঙ্গায় সেবা ফার্মার্স সমিতির উদ্যোগে ৪০ তম সাহিত্য বাসর অনুষ্ঠিত হলো শনিবার ২৫ মার্চ। শিল্পী সমীর চট্টোপাধ্যায়ের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি দীপক মন্ডল, মিন্টু বাড়ুই, বরুন হালদার, তপন দাস ,স্বপন কুমার বালা, নব কুমার বিশ্বাস ,টুলু সেন, বিজয় কৃষ্ণ রায় প্রবীর হালদার, জিতেন্দ্রনাথ মালি ,কেয়া দেবনাথ, কাকলি রায়, প্রদীপ সরকার ,রাজু সরকার, ধীরাজ রায় ,অসিত দালাল সহ প্রায় ৫০ জন কবি। ৪০ তম এই সাহিত্য বাসরে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় বাচিক শিল্পী তথা কবি পলাশ মন্ডলকে। তাঁর হাতে সম্মাননা পত্র, স্মারক তুলে দেওয়া হয়। ছিলেন সেবা ফার্মাস সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার, সভাপতি হিমাদ্রি গোমস্তা প্রমূখ। বক্তব্য রাখেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ,বাসুদেব মুখোপাধ্যায় ,সরোজ কান্তি চক্রবর্তী প্রমূখ। আগামী মাসের সাহিত্য বাসর অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের শেষ শনিবার অর্থাৎ ২৯ এপ্রিল বলে জানালেন সংস্থা সম্পাদক গোবিন্দলাল মজুমদার। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি তথা সাংবাদিক পাঁচু গোপাল হাজরা।








