দেড় শ’ বছরের পৌরসভার হাল
নাগরিকদেরও দায়িত্ব
দাবদাহ লাইভ, বারাসাত, সুমিত মজুমদারঃ ১ এপ্রিলঃ আমাদের সকলের প্রাণপ্রিয় বারাসাত পৌরসভার আজ প্রতিষ্ঠা দিবস। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সুপ্রাচীন এই পৌরসভা প্রতিষ্ঠার আগে থেকেই এর গৌরবময় ইতিহাস আমাদের গর্বিত করে। বহু কৃতী মানুষের পদার্পণ ও নিকট সান্নিধ্য লাভের গৌরব অর্জনের মধ্য দিয়ে ও নানা সংগঠনের কাজকর্মের দৌলতে বারাসাত শহর আজ সারা দেশেই শুধু নয় বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। এহেন ঐতিহ্য মন্ডিত শহর কিন্তু আজ আমাদের মতন কিছু সাধারণ ও অসাধারণ মানুষের উদাসীনতা ও উন্নাসিকতার কারণে অত্যন্ত কলুষিত। এই শহরের প্রাকৃতিক পরিবেশ আজ আমাদেরই অসচেতনতার ফলে বিপন্ন হতে বসেছে। জানি অনেকেই নিজেদের দোষ ত্রুটি ঢাকতে পৌর প্রশাসন এর উপর দায় চাপিয়ে দিয়ে দায় সারবেন। কিন্তু একটাবার ভেবে দেখুন তো আমরা কি নিজেরা একজন সচেতন দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি ? জানিনা আপনাদের কাছে এর উত্তর কেমন হবে । তবে আমার মনে হয় আমরা আদৌ নিজেরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। আপনি নিশ্চয়ই বলবেন পৌরসভা তো নিয়মিত ময়লার গাড়ি পাঠাচ্ছে না। ময়লা বাড়িতে, রাস্তার ধারে, পুকুরের পাড়ে যত্র তত্র ছড়িয়ে এলাকাকে দূষিত করছে। মানছি এ বিষয়ে পৌরসভার আরো যত্নশীল হওয়া দরকার। কিন্তু ভেবেছেন কি কেন তারা পারছেন না? একটু ভাবুন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে কারণ অনুসন্ধান করুন। তারা চাইলেও পরিস্থিতি সবটা অনুকূল নয়। তাহলে করণীয়? হ্যা, সেটাই জানাচ্ছি। আপনার বাড়িতে আপনি চান বা নাই চান কিছু প্লাস্টিক ক্যারীব্যাগ এসে পড়ছে , আসছেই মশলা, চা, মুড়ি, চানাচুর, বিস্কুট ইত্যাদির সাথে শ্যাম্পুর পাউচ, পেনের পাউচ, ইত্যাদি ও নানান ওষুধের স্ট্রিপ, মোড়ক ইত্যাদি। বড্ডো ভাবনা হয় এগুলো নিয়ে কী করবেন। পৌরসভার বালতিতে সবাই ফেলছি না, ফেললেও তো সেটা পৌরসভার বোঝা। তাই আসুন আমরা সামান্য একটা প্রয়াসের মাধ্যমে পৌরসভার হয়ে কতকটা সচেতন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের ভূমিকা পালন করি। কী করবো? হ্যা, আপনারা প্রত্যেক পরিবারে একটু কষ্ট করে ঐ অপচনশীল প্যাকেট, পাউচ, মোড়কগুলো একটা নির্দিষ্ট জায়গায় জমা করুন। পারলে একটা একবার ব্যাবহার যোগ্য ৬০০ মিলি বা এক লিটারের জলের বোতলের মধ্যে একটু কষ্ট করে ঢুকিয়ে রাখুন। এমন ভাবে রাখুন যাতে ভেতরে কোনো বাতাস না থাকে অর্থাৎ খুন্তির পেছন দিয়ে খুব করে চেপে চেপে এমন ধরণের অনেক প্লাসটিক প্যাকেট ঢোকানোর মতন করে রাখুন ও বোতলের ঢাকনা দিয়ে রাখুন। দেখুন খুব সামান্য জায়গা লাগছে এতে। এরপর এটা সম্পূর্ণ বাতাসহীন ভাবে ভর্তি হয়ে গেলে আমাকে একটু ইনবক্সে লিখুন আপনার বাড়ির লোকেশন দিয়ে ও ফোন নম্বর দিয়ে। যথাসময়ে আমি বা আমার দলের ছেলেরা সংগ্রহ করে আনব। এমন একটা বোতল ভর্তি হয়ে গেলে আবার আর একটা বোতল ভর্তি করবার কাজ শুরু করে দিন। সংগ্রহ করে আনবার দায়িত্ব আমার ও আমার দলের ছেলেদের। আর পচনশীল আবর্জনা গুলো একটা গর্ত খুঁড়ে বা বাতিল বালতিতে জমিয়ে পদ্ধতি মেনে বানিয়ে ফেলুন জৈবসার। নিজের বানানো সারেই বড়ো করুন বাহারি গাছ, ফুল গাছ, সবজি ইত্যাদি। আসুন না, এই সামান্য কষ্ট করে আমাদের পৌর এলাকাকে আমরাই পরিচ্ছন্ন রাখি। কী পারবো না আমরা ? নিশ্চয়ই পারবো। তাহলে আজকেই শুরু করে দিন। আপনার শিশু টি একটা ভালো কাজ দেখে শিখতে থাকুক। আমরাও ওদের বাসযোগ্য পৃথিবী গড়তে এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করি। সকলে মিলে ভালো থাকি ও সকলকে ভালো রাখি।








