বাংলার পাওনা দিল্লি থেকে ছিনিয়ে আনবোই – অভিষেক
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমিত মজুমদারঃ দীর্ঘ টালবাহানের পর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ২৯ ই মার্চ বুধবার কলকাতার শহীদ মিনারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনকে নিয়ে এক বিরাট সভার আয়োজন করা হয়েছিল, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলার ন্যায্য পাওনা প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা রাখার অভিযোগ করেন অভিষেক, এই টাকায় গ্রামীণ সড়ক পথ, কৃষক সহায়ক ছাড়াও মৎস্যজীবীদের বিশেষ কাজে লাগানো যেত কিন্তু বাংলার কাছ থেকে বারবার পরাস্ত হয়ে কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছেন, তাই তিনি আগামী দিনে দিল্লি কাঁপানোর জন্য বাংলার ছাত্র ও যুবকদের নিয়ে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন। শহীদ মিনার চত্বরে ছাত্র ও যুবকদের উৎসাহ দেখে আবেগে আপ্লুত হয়ে মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘যত দিন গিয়েছে, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। আজকের সভা ছোট্ট একটা ট্রেলর দেখালাম, আগামী দিনে প্রয়োজন হলে দিল্লির বুকে এই আন্দোলন সংগঠিত করব, তৈরি থাকুন। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আদালত বলে না। আজ এখানে পবিত্র মাটিতে সাক্ষী রেখে বলছি, যে বিষয়গুলো নিয়ে সভা করছি, তা আগামী দিনে দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব।’






