জাগরণীর শক্তিতে চ্যাম্পিয়ন বেলঘড়িয়া অ্যাথলেটিক
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তীঃ নর্থ ২৪ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনায় সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা পর্যায়ের অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সল্টলেক ক্রীড়াঙ্গনে। এই প্রতিযোগিতায় জেলার একাধিক ক্লাবের শতাধিক প্রতিযোগী ৩০টিরও বেশি ইভেন্টে অংশ নেন। ইভেন্টগুলির মধ্যে উল্লেখ্যযোগ্যগুলি হল ৫০০০ মিটার, ২০০০মিটার দৌড়।এছাড়াও ছিল ১০০, ২০০, ৪০০, ৮০০মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, ডিসকাস থ্রোয়িং, শর্টপুট থ্রোয়িং ইত্যাদি। অংশগ্রহণকারি ক্লাবগুলির মধ্যে অন্যতম ছিল অশোকনগর জাগরণী শক্তি সংঘ। সংঘের ক্রীড়া প্রশিক্ষক বিজয় মন্ডল, প্রশান্ত মন্ডল ও চন্দনা সেন জানান, ‘অয়ন দেবনাথ, চয়ন বিশ্বাস, কাবেরি দাস, জয়িতা সমাদ্দার, শ্রেয়সী নাথ, পারমিতা রায় ও শ্রেয় রায়চৌধুরী এই সাত জন নিজেদের অনুকূলে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন। বর্ষা কুণ্ডু, আরিয়ান দে, সুদীপ্ত দাস ও শুভম হালদার এই চার জন সিলভার পদক জয় করেছেন। লিপিকা মুন্ডা দু’টি ব্রোঞ্জ পদক পেয়েছেন।তাছাড়াও শক্তি সংঘের অয়ন দেবনাথ ও জয়িতা সমাদ্দার ‘বেস্ট অ্যাথলেটিকের কৃতিত্ব অর্জন করে এলাকার সুনাম বাড়িয়েছেন।’ মোট ১৭টি(সর্বাধিক পদক) পুরস্কার জিতে অশোকনগর জাগরণী শক্তি সংঘ স্পোর্টস মিটে বেলঘড়িয়া অ্যাথলেটিকের চ্যাম্পিয়নের পথকে সুগম করে। জাগরণী শক্তি সংঘ অন্যান্য ক্লাবের সঙ্গে যৌথ ভাবে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বলে খবরে প্রকাশ৷ তাঁদের এই সাফল্যে ক্লাবের পাশাপাশি এলাকার সকলেই খুশি। প্রতিযোগীদের মধ্য থেকে অনেকেই এই সাফল্যে ক্রীড়া প্রশিক্ষক প্রশান্ত মন্ডলের অবদানের কথা উল্লেখ করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন৷








