সিকিমে রডোডেনড্রনের লাল বর্ণ ঢাকা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ভরা চৈত্র মাস, পর্যটকদের আনাগোনা বেশি থাকে এই সময় প্রতি বছর সিকিমে। চৈত্র মাসে সিকিম ঢাকা পড়ে রডোডেনড্রনের রক্তিম লাল বর্ণে। এই লাল ফুলের বাহারি আভায় উজ্জ্বল হয়ে ওঠে সিকিম। অনেক পর্যটক রয়েছেন যারা এই পাহাড়ি লাল ফুল দেখতে মার্চ মাসে পাড়ি দেন সিকিমে। তবে এই বছর কিন্তু আবহাওয়ার খামখেয়ালির কারণে অকালে তুষারপাত হয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকায়। একই সঙ্গে দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারপাত হওয়ার কারণে সিকিমের বিস্তীর্ণ এলাকার তুষারের সাদা চাদরে আচ্ছাদিত হয়েছে। স্বাভাবিকভাবে লাল বর্ণ ঢাকা পড়েছে তুষারের চাদরে। তবে অসময়ের তুষারপাত দেখে উচ্ছ্বাসিত পর্যটক মহল। যারা এই সময় সিকিমে ঘুরতে গিয়েছেন তাদের কাছে বাড়তি পাওনা এবারে অপ্রত্যাশিত তুষারপাত। তবে পর্যটন শিল্প কিছুটা হল ক্ষতিগ্রস্ত, কারণ তুষারপাতের কারণে গত সপ্তাহে প্রচুর গাড়ি আটকে পড়ে পাহাড়ি রাস্তায়। ৯০০ এর উপরে পর্যটককে উদ্ধার করে সেনারা তাদের সেনা ছাউনিতে নিয়ে যান। সেখানে পর্যটকদের এক রাত থাকতে হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল নাথুলা সহ একাধিক পর্যটন কেন্দ্র গুলি। সেই কারণে অনেকেই সিকিম যাতায়াতের বুকিং বাতিল করেন। সিকিমে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করেছে, বন্ধ করে দেওয়া পর্যটন কেন্দ্রগুলো ধীরে ধীরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ভারী বৃষ্টিপাত থেকে অব্যাহতি নেই সিকিমের। সিকিম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।








