খুদেরা বদলি শিক্ষকের বিদায়ে নারাজ
দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ অন্যত্র বদলি হয়ে যাওয়া এক মাস্টারমশাই-র পথ আটকে কান্নায় ভেঙে পড়ে খুদে পড়ুয়ার দল। কাঁদতে কাঁদতে তারা বলতে থাকে ” স্যার আপনি যাবেন না।” বর্তমান পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি গোটা শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করেছে বলে মনে করে শিক্ষা মহল। সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদা জালপাই প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি নিসন্দেহে ব্যতিক্রমী। নন্দকুমারের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শেখর ধর। সরকারি নিয়ম অনুযায়ী তাঁর বদলির নির্দেশ এসেছে। তাঁর পরিবর্তে ওই স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। আর সেটাই মেনে নিতে নারাজ ওই স্কুলের ছোট-ছোট ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা। ছাত্রছাত্রীদের পাশাপাশি ওই শিক্ষকের বদলি রুখতে অভিভাবকরাও এদিন তাঁর পথ আটকেছেন। মঙ্গলবার স্কুল শুরুর সময় থেকে স্কুলের সামনে জড়ো হয়, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। স্কুলের সামনের রাস্তা অবরোধ করে শিক্ষক বদলির বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান। এক অভিভাবক বলেন, ”শিক্ষক শেখর ধরের কারণে স্কুলের সামগ্রিক মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা ও খেলাধুলার প্রতিভা বিকশিত হয়েছে। এখন যদি সেই শিক্ষক বদলি হয়ে যায় তাহলে তো স্কুলটাই অচল হয়ে পড়বে।” এ বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর ধর বলেন, ”চাকরি জীবনের প্রায় ২২ বছর এই স্কুলে শিক্ষকতা করেছি। শেষ সাত বছর ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বও পালন করেছি। সরকারি নির্দেশে এই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছেন। তাই আমাকে অন্যত্র চলে যেতে হবে। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা আমায় যে ভালোবাসায় বেঁধে রেখেছেন তাতে আমি আপ্লুত।”








