Banner Top

প্রকৃতির মনমুগ্ধকর রূপ দুই পাহাড়ি শহরে 

দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  মঙ্গলবার সকালে মনমুগ্ধকর প্রকৃতির রূপ দেখা গেল দুই পাহাড়ি শহর দার্জিলিং ও কালিংপং -এ। এদিন সকালে হালকা রোদের পাশাপাশি মেঘ ও কুয়াশার লুকোচুরি লক্ষ করা যায়। দুই পাহাড়ি শহরে প্রকৃতি যেন মায়াবী, রং তুলি দিয়ে এক অপরূপ চিত্র অংকন করেছে। ভরা চৈত্র মাসে মনে করিয়ে দিচ্ছে পৌষের আমেজ। দার্জিলিংয়ের সান্দাকফুতে বরফ পড়ার খবর প্রকাশ পেতে ই শৈল শহরে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। শৈল শহরে পর্যটকদের জমায়েত লক্ষ্য করা গেছে। এদিন সকালে দার্জিলিং এর তাপমাত্রা ৮ ডিগ্রির কাছাকাছি ছিল। কনকনে ঠান্ডা ,হিমেল হাওয়া দুর্দান্তভাবে উপভোগ করছেন পর্যটক মহল। প্রসঙ্গত আরেক পাহাড়ি শহর কালিম্পং এ এদিন সকালে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। আজ কালিংপং এর আকাশ মেঘলা ছিল। দুই পাহাড়ি শহরে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। সকাল হতে ই অনেকেই ম্য৷লে পাহাড়ি পরিবেশেকে উপলব্ধি করতে ভিড় জমান। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টিপাতের জন্য সমতলের পরিবেশ আরামদায়ক। সকালে রোদের দেখা মিললেও সেরকম তেজ ছিলনা। শিলিগুড়িতে দুপুরের পর থেকে হালকা হিমেল হাওয়া বইতে শুরু করে।

প্রকৃতির মনমুগ্ধকর রূপ দুই পাহাড়ি শহরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment