পুলিশ ও বন কর্মীদের উদ্যোগে শিকার উৎসব বন্ধ
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ সোমবার মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের চিলগোড়ার জঙ্গলে ছিল শিকার উত্সব। প্রতি বছরই পালিত হয় এই উৎসব। তবে এবছরের ছবিটা ছিল একটু অন্যরকম। পুলিশ, বনকর্মী ও বন সুরক্ষা কমিটির সদস্যদের সাঁড়াশি আক্রমণে হার মানল শিকারিরা। জঙ্গলমহলে প্রথম দিনই শিকারিদের রাস্তা থেকে ফিরিয়ে স্বস্তিতে বনদপ্তর ও পুলিশ। ভোর থেকেই বিভিন্ন রাস্তায় নাকা চেকিং করেন গুড়গুড়িপাল থানার পুলিশ ও বনকর্মীরা। জঙ্গলের মাঝেও চলে টহল। বন সুরক্ষা কমিটির সদস্যদেরও নজরদারি ছিল জঙ্গলের পথে। ঝাড়গ্রাম জেলা থেকে ধেড়ুয়া এলাকায় শিকারিরা পৌঁছালে তাদের পথ আটকান পুলিশ ও বনকর্মীরা। সেখান থেকেই তাদের ফেরত পাঠানো হয়। তবে পুলিশ ও বনদপ্তরের চোখকে ফাঁকি দিয়েও একদল শিকারি ঢুকে পড়েছিল জঙ্গলে। টহলের সময় পুলিশ ও বনকর্মীদের দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় তারা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবছর শিকারির সংখ্যা ছিল খুবই সামান্য।








