ট্রেন থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ব্যাগ খোয়া
দাবদাহ লাইভ, শিয়ালদহ, সজল দাশগুপ্তঃ ট্রেন থেকে খোয়া গেল রাজ্যের প্রাক্তন পুরো মন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যাগ। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন পুরো মন্ত্রী অশোক ভট্টাচার্য পার্টির কাজে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এদিন সকালে দার্জিলিং মেল থেকে শিয়ালদা স্টেশনে নামার সময় তার ব্যাগ খোয়া গেছে। দ্রুত এরপরে তিনি কর্তব্যরত টিকিট রক্ষককে পুরো বিষয়টি অবগত করেন। টিকিট রক্ষক তখন তাঁকে জিআরপিতে এই বিষয়ে অভিযোগ দায়ের করতে বলেন। এরপর তিনি জিআরপিতে ঘটনার অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য অশোক ভট্টাচার্যের ব্যাগে ছিল পার্টি ও তার মিলিয়ে নগদ কুড়ি হাজার টাকা, এছাড়া ছিল বিধায়ক পাস কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যাংকের এটিএম কার্ড। এই ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন পুরো মন্ত্রী। এই প্রসঙ্গে আরো জানা গেছে তার দার্জিলিং মেলের এসি টু টায়ারে টিকিট ছিল। দার্জিলিং মেলের মত ট্রেনে ব্যাগ খোয়া যাওয়ার ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।








