চৈত্র মাসে শিলাবৃষ্টিতে শীতলতার ছোঁয়া
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টি পাতের সংবাদ মিলেছে। প্রসঙ্গত উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দুপুর থেকেই শিলাবৃষ্টি শুরু হয়েছে বলে জানা যায়। দার্জিলিং বরফের কুচিতে ঢাকা পড়ে যায়। কোচবিহার জলপাইগুড়ি ডুয়ার্স এ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। উল্লেখ্য ডুয়ার্সে গতকাল দুপুর বেলাতেই আধার নেমে পড়ে। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে তাপমাত্রার পারদ ক্রমশই চড়ছিল, অস্বস্তি ছিল জনসাধারণের মধ্যে। সঙ্গে বাড়ছিল বিভিন্ন স্থানে মশার উপদ্রব। তবে গতকাল শিলাবৃষ্টির পর এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। শিলিগুড়ি সহ বিভিন্ন স্থানে শীতল হাওয়া বইছে, শিলাবৃষ্টির পর এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায়। মশার উপদ্রব কিছুটা কমেছে। চৈত্র মাসে শীতলতার ছোঁয়া পাচ্ছে উত্তরবঙ্গ এর আমজনতা সৌজন্যে বুধবারে শিলাবৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।








