পিছিয়েপড়া শিশুদের জাতীয় বিজ্ঞান মেলা আলিপুরদুয়ারে
দাবদাহ লাইভ, উত্তরবঙ্গ, নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গে গত ১০ ও ১১ই মার্চ অত্যন্ত নিরিবিলি পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বর্ষ জাতীয় শিশু বিজ্ঞান মেলা। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনে সরকারি উদ্যোগ যে সময়ে কিছু জেলার মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছাতে পারছে না সেখানে স্থানীয় বীরপাড়া মাদারিহাট পঞ্চায়েতের সহযোগিতায় প্রিজম সংস্থার তত্বাবধানে আয়োজিত এই মেলায় কালচিনি, হাশিমারা, বীরপাড়া, মাদারিহাট, টোটোপাড়া, হান্টাপাড়া এলাকার প্রায় ১৫০-এর বেশি বিভিন্ন বয়সের স্কুল ছাত্রছাত্রীর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। এই মেলায় এলাকার হারিয়ে যেতে বসা গাছ , ঔষধি গাছ, হারিয়ে যেতে বসা এলাকার সংস্কৃতি, পরিবেশ বান্ধব ইকো ব্রিক বানানো, কাগজের ব্যাগ বানানো প্রভৃতি বিষয় নিয়ে ৬৮টা বিজ্ঞান ও সমাজবিষয়ক অনুসন্ধিৎসু মূলক প্রকল্প নিয়ে হাজির ছিল সাধারণ সমাজে পিছিয়ে পড়া রাভা, মেচ, সাঁওতাল, ওরাও, খাড়িয়া, মুন্ডা, লাকরা প্রভৃতি উপজাতি সম্প্রদায়ের উৎসাহী ছোট ছোট ছেলমেয়েরা। এই মেলার আয়োজক প্রিজম এর তত্ত্বাবধানে গ্রীন স্কাউট ও বিজ্ঞান ক্লাবের মাধ্যমে এলাকায় বিজ্ঞান ভাবনার প্রসার ঘটানোর সাথে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের আলোকিত করার এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা আদায় করে নেয়। এই শিশু বিজ্ঞান মেলার প্রথম দিনে সকলকে নিয়ে এক সুন্দর শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছায় জলদাপাড়া প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রে। বর্তমান সময়ে অত্যন্ত অব্যবস্থায় ধুঁকতে থাকা এই সেন্টার ঘুরে মাদারিহাট প্রদাননগর এর উত্তরণ ক্যাম্পাসে এসে ছেলেমেয়েরা তাদের প্রকল্প গুলি উপস্থাপন করে । এরপর বিভিন্ন সময়ে তাদের রাতের আকাশ চেনানো, খাবারে ভেজাল ধরবার উপায়, বাড়িতে তরল সাবান, স্যানিটাইজার, পরিশুদ্ধ পানীয় জল, বাজারের জন্য ফেলে দেওয়া বাতিল গেঞ্জির ব্যাগ তৈরির পদ্ধতি শেখানো হয় ও সবশেষে এই প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে কুসংস্কার বিরোধী এক মনোজ্ঞ অনুষ্ঠান প্রদর্শন করেন বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের সক্রিয় নেতৃত্ব শিক্ষক অরিন্দম দে। সমগ্র অনুষ্ঠান সফল করতে এই মেলায় বিভিন্ন দিনে বিশিষ্ট বিজ্ঞানী ঋদ্ধিমান ঘোষ, স্বর্নাভ বন্দ্যোপাধ্যায়, ডক্টর অনিরুদ্ধ বর্মন, দিবাকর চক্রবর্তী ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই উদ্যোগে যুক্ত হওয়া সকলে উৎসাহিত হয় ও আগামীদিনে এই ধরনের জাতীয় শিশু বিজ্ঞান মেলার আয়োজনে অংশ নেবার সংকল্প নেয়।








