উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের হাঙ্গামা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডিএসও এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক হাঙ্গামা শুরু হয়। রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডি এ প্রদান সহ একাধিক দাবিতে আজ ধর্মঘটের ডাক দেয় এ আই ডিএসও। আর এই ইস্যু নিয়ে রণক্ষেত্র চেহারা নেয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সূত্রে জানা যায়, এ আই ডি এস ও টিএমসিপি সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি হয় ক্যাম্পাসের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডি এ প্রদানের দাবিসহ একাধিক দাবি নিয়ে ধর্মঘটের ডাক দেয় এই আই ডি এস ও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে তারা এই ধর্মঘট নিয়ে পিকেটিং করে। ধর্মঘটের বিপরীতে পাল্টা মিছিল বের করে টিএমসিপি সমর্থকরা। এরপরেই দুই পক্ষের মধ্যে প্রবল মারামারি লেগে যায়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা রক্ষীরা পরে বাড়াবাড়ি পরিস্থিতি সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। এদিকে শিলিগুড়ি কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এ আই ডি এস ও। ঘটনার খবর পুলিশ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন।








