ডব্লিউ পি এল এ বাংলার কন্যা শাইকা ইশাকের দাপট
দাবদাহ লাইভ, কোলকাতা, দেবর্ষি ব্যানার্জীঃ আই পি এল এর অনুকরণে ভারতের মহিলা ক্রিকেটার দের জন্য আয়োজিত হল ডব্লিউ পি এল বা উয়েম্যান প্রিমিয়ার লীগ। ভারতীয় মহিলা ক্রিকেটার দের জন্য একটি বড়ো প্লাটফর্ম এই ডব্লু পি এল। ২০২৩ ডব্লউ পি এল এ ৫ টি টিম অংশগ্রহণ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর্স, দিল্লী ক্যাপিটাল্স, গুজরাট জায়েন্ট্স ও ইউ পি ওয়ারিরোর্স।বহু উদীয়মান মহিলা ক্রিকেটার এই টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসবে তা বলাই বাহুল্য। টুর্নামেন্টের শুরুতেই এক উদীয়মান মহিলা ক্রিকেটার নিজেকে প্রমাণ করলো, বাংলার শাইকা ঈশাক। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন শাইকা। গুজরাট জায়েন্ট্স এর বিরুদ্ধে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দল কে জয়ী করেন তিনি। বাম হাতি স্লো লেফ্ট আর্ম অর্থোডক্স বোলার ও বাম হাতি ব্যাটার শাইকা অনুর্ধ ১৯ ও ২৩ বাংলার হয়ে খেলেছেন। আই পি এল এর মাধ্যমে বহু ক্রিকেটার আন্তর্জাতিক দলে খেলার সুযোগ পেয়েছেন, ডব্লু পি এল ও বহু মহিলা ক্রিকেটার দেশ কে উপহার দেবে যারা আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করবে এই কথা নিঃ সন্দেহে বলা যায়।








