বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি পথ চলা শুরু হলো
দাবদাহ লাইভ, কোলকাতা, হিরণ ঘোষালঃ ৫ই মার্চ -২৩, বিপ্লবী হেমচন্দ্র নলিনী সভাগৃহ, (কোলকাতা- সেন্ট্রাল অ্যাভিনিউ) অনুষ্ঠিত হ’ল বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি’র প্রথম অধিবেশন। প্রদীপ প্রজ্জ্বলন ও সম্পাদক ও সম্পাদিকাদের বরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অধিবেশন শুরু হয়। সরকার স্বীকৃত (রেজিঃ lV-১৯০২০০২৭১/২০২৩) এই আকাদেমি’র চেয়ারম্যান কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় এর প্রারম্ভিক স্বাগত ভাষণ ও শুভেচ্ছা বার্তা ও উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি গড়ার সহযোগী প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মাননীয় দেবপ্রসাদ বসু, প্রধান উপদেষ্টা মাননীয় মনোরঞ্জন আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় দীপঙ্কর নায়েক ও চঞ্চল মাইতি প্রমুখ সাহিত্যিকগণ। অধিবেশনে বিভিন্ন অধিভুক্ত পত্রিকা পরিবার থেকে উপস্থিত ৫৮ জন সম্পাদক ও সম্পাদিকাদের হাতে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি’র অধিভুক্ত সার্টিফিকেট, মানপত্র এবং কলম সম্মান তুলে দেওয়া হয়। অধিভুক্তকরণ প্রক্রিয়ায় ফর্মে উপস্থিত সম্পাদকগণ স্বচিত্র পরিচয়,শীল স্বাক্ষর সহ অধিভুক্ত হবার সকল শর্ত মেনে নেন। বর্ষীয়ান কবি ও সাহিত্যিক দেবপ্রসাদ বসুর বক্তব্যে বছরে দুবার অধিবেশন হবে । তাঁর বক্তব্যে এই সংগঠন স্থাপনের প্রয়োজনীয়তা ও ইতিহাস সম্পর্কে সকলকে অবহিত করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সংকলন আত্মপ্রকাশে আকাদেমির সাহায্য প্রয়োজন হলে পত্রিকার পাশে থাকবে বলে জানান। মাননীয় দীপঙ্কর নায়েক, চঞ্চল মাইতি ও মনোরঞ্জন আচার্য্য মহোদয়দের বক্তব্যে স্পষ্ট জানা যায় অধিভুক্ত পত্রিকাগুলোকে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পরিবারে সাহিত্য চর্চা উৎকর্ষতা বজায় রাখতে হবে। চেয়ারম্যান সঞ্জয় কুমার মুখোপাধ্যায় মহোদয়ের সিদ্ধান্ত জ্ঞাপক বক্তব্যে জানা যায়, আকাদেমি সাহিত্য চর্চার পাশাপাশি লিটিল ম্যাগাজিন প্রকাশ ও অংশগ্ৰহন বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কার্যক্রমে যেমন রক্তদান শিবির, নিরক্ষরতা দূরীকরণ, সাহিত্য বিষয়ক ওয়ার্কসপ ইত্যাদি কর্মসূচিতে অংশগ্রহণ করবে তেমনি ধর্মীয় মতানৈক্যের উর্দ্ধে মানবতার জয়গানের মধ্য দিয়ে সাহিত্যের পাশে সাহিত্যের সাথে লড়তে অঙ্গীকারবদ্ধ। বার্ষিক অধিবেশনে অধিভুক্ত প্রথম সারির পত্রিকাগুলোকে যেমন সম্মাননা প্রদান করা হবে তেমনি সেরা সাহিত্যিকদের …… সম্মানে ভূষিত করা হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকলের শুভেচ্ছা কামনা করে অধিবেশনের কার্যক্রম সমাপ্ত করেন। অধিবেশনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী শ্রীমতী অসীমা সরকার।








