Banner Top

নারী দিবসে মহিলারা সন্মানীত হ্রদয়পুরে 

  দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ নারীকে সম্মান জানাতে নারীদিবস পালন নয় দরকার মনোভাবের পরিবর্তন- এমন-ই এক আলোচনায় অংশ নিয়ে নারীদের সন্মানীত করল গ্রন্থাগার কমিটি। উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ ঘোষণা করবার পর থেকেই সারা বিশ্বের সাথে আমরাও আমাদের দেশে নারী দিবস উদযাপন করা শুরু করেছি। বিভিন্ন জায়গায় নানা ভাবে এই দিনটা উদযাপিত হলেও গত ৮ই মার্চ ২০২৩ বারাসাত শহরের হৃদয়পুর এলাকায় এই দিনে এক উল্লেখযোগ্য কর্মসূচি পালন করলো হৃদয়পুর শহীদ ক্ষুদিরাম বসু গ্রন্থাগার। এলাকার প্রায় জনা পঞ্চাশেক শ্রমজীবী মহিলা যারা নিজেদের সংসার প্রতিপালন এর সাথে আরো কয়েকটি পরিবারে ঠিকে কাজ, গৃহ পরিচারিকার কাজ, টোটো চালকের কাজ করে সংসারের আর্থিক স্বাচ্ছল্য আনতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন —তেমন মহিলাদের সম্মানিত করার মধ্য দিয়ে গ্রন্থাগার কমিটি এই দিনটি পালন করে। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে “আজকের প্রেক্ষাপটে নারী দিবস পালন এর তাৎপর্য” বিষয়ক মনোজ্ঞ আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও বিজ্ঞান -পরিবেশ আন্দোলনের নেতৃত্ব সুরেশ কুন্ডু, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সোমা ভদ্ররায়, প্রকৃতি প্রেমিক বিজ্ঞান মনস্ক আশিস দাঁ, বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন এর অন্যতম মুখ শিক্ষক অরিন্দম দে, সমাজ মনস্ক ও সামাজিক আন্দোলনের অন্যতম দুই মুখ রত্না চট্টোপাধ্যায় ও চন্দনা। প্রত্যেকেই তাদের বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন নারীদের সম্মান জানাতে পৃথক দিবসের প্রয়োজন নেই। দরকার ধর্ম, সমাজ সংসারের নেতা বাচক দৃষ্টি থেকে সরে এসে নারীদের মানুষ হিসেবে ভাবাটাই জরুরি। এদিনের এই কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গ্রন্থাগার কমিটির সম্পাদক অশোক মজুমদার জানান নারীরাই সৃজনের মূল। সযত্নে তাদের প্রতিপালনের মধ্যদিয়ে পুরুষের সমান সাহচর্যে সমাজ সঠিক পথের দিশা দেখতে পাবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সোমা সরকার।

নারী দিবসে মহিলারা সন্মানীত হ্রদয়পুরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment