ডি এস ও-র ছাত্র ধর্মঘটের ডাক রাজ্যে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদ দাতাঃ জাতীয় শিক্ষা নীতি বাতিল সহ শূন্যপদে দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগের দাবীতে স্কুলে স্কুলে ছাত্র ধর্মঘটের ডাক দিল সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সারা বাংলা কমিটি। এই উদ্দেশ্যে ছাত্র সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত শাখার অফিস সম্পাদিকা মৌমিতা মজুমদার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচী সফল করতে বা ধর্মঘটে সামিল হতে সকল পড়ুয়া সহ অভিভাবক ও অভিভাবিকার কাছে আবেদন জানালেন। সরকারী স্কুলে পড়ুয়া কমের অজুহাতে স্কুল তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও জানান। বেসরকারীকরণের মাধ্যমে ব্যবসার আশঙ্কাও করছেন। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি-ই দায়ী বলেও দাবী করেন। এই বৈঠকে ছাত্র সংগঠনের স্থানীয় কর্মী আকাশ মণ্ডল, শ্রীকান্ত ভুঁইয়া ও অন্বেষা দেবনাথ প্রমুখ ১০ মার্চ ছাত্র ধর্মঘটের দিনে সক্রিয় ভূমিকা নেবে বলেও জানান।








