গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্যমিলন উৎসব
দাবদাহ লাইভ, হাবরা, পাঁচুগোপাল হাজরাঃ নাটকের শহর গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে তিনদিনের নাট্যমিলন উৎসব শেষ হলো ৫ মার্চ, রবিবার। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাবিকনাট্যম আয়োজিত ২০তম বার্ষিক নাট্যমিলন উৎসবের শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন পুরপ্রধান সংস্কৃতিপ্রেমী সুভাষ দত্ত। ৩ মার্চ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত ও নাট্য আকাদেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায়, আশীষ দাস, অভিক ভট্টাচার্য, কাউন্সিলর বাসুদেব কুন্ডু এবং সাংবাদিক পাঁচুগোপাল হাজরা। এই অনুষ্ঠানের স্বাগত ভাষণে সংস্থার প্রতিষ্ঠাতা বর্ষিয়ান সদস্য সোমনাথ রাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুস্থ-সংস্কৃতি ও নাট্যচর্চার সুদীর্ঘ ৪৬ বছরের পথ চলার ইতিবৃত্ত তুলে ধরেন। বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে গোবরডাঙ্গার অন্যতম নাট্য সংস্থা নাবিক নাট্যমের নাট্যচর্চার ভূয়সী প্রশংসা করেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে তিনদিনব্যাপী আয়োজিত নাট্যোৎসবে নাবিক নাট্যম প্রযোজিত চারটি নাটক সহ মোট ৯টি নাটক মঞ্চস্থ হয়। নাটকের পাশাপাশি ছিল গুরুত্বপূর্ণ সেমিনার ও মছলন্দপুরের ইমন মাইম সেন্টার পরিবেশিত মুকাভিনয় নাটক ‘আলিবাবা’। উদ্বোধনী দিনে শুক্রবার সংস্থার শিশু কিশোর কুশীলবদের পরিবেশিত নাট্যকর্মশালায় প্রস্তুত নাটক ‘তিনুর কিসসা’ সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। দ্বিতীয় নাটক অঙ্গন বেলঘড়িয়ার ‘স্বাধীনতা কাকে বলে’ ও নাবিক নাট্যমের প্রশংসিত নাটক ‘লাঠি’ দর্শকদের মুগ্ধ করে। সমাপ্তি দিনে ৫ মার্চ দৃষ্টি নাট্য সংস্থার নাটক জোনাকিরা দর্শকদের আপ্লুত করে। নাট্যোৎসবকে ঘিরে এলাকার নাট্যমোদী দর্শক সাধারনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। সংস্থার কর্ণধার জীবন অধিকারী জানান, গোবরডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার সংস্কৃতি প্রেমী মানুষের সহযোগিতা ছাড়া এই উৎসব সার্থক করা সম্ভব হতো না। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
২০২৩র সেরা ২৩ সাফল্য
টুকরো খবর
ভারতবর্ষ ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত উন্নত একটি দেশ। ক্রিকেট থেকে শুরু করে অলিম্পিকে এই দেশের খেলোয়াড়দের সাফল্য বিশ্বখ্যাত। সম্প্রতি ২০২১র অলিম্পিকে একটি ও ২০২২ এর কমনওয়েল্থে ২২ টি স্বর্ণ পদক আসে ভারতে। ২০২৩ এর শুরু থেকেই দেশের নাম উজ্জ্বল করা শুরু করল ভারতীয় খেলোয়াড়রা। শুরুতেই অনুর্ধ উনিশ মহিলা বিশ্বকাপ জয় , শুভমান গিলের দ্বি শতক ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ২০২৩ এর ফেব্রুয়ারিতে ক্রীড়ায় সেরা ২৩ টি সাফল্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্যর মধ্যে- আই পি এলের পর ডব্লিউ পি এল, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, সেরা ২৩ এর শুভমান, টি টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যাবধানে জয়, কুস্তী তে ব্রোঞ্জ, রোহিত শর্মার রেকর্ড, কেনিয়া লেডিস ওপেন টাইটেল ভারতীয় গফফারের, রাইফেল শুটিং এ ব্রোঞ্জ ভারতীয় বালিকা, রাইফেল শুটিং এ সোনা তরুণ ভারতীয় শুটারের, ৫০ এম রাইফেল শুটিং এ সোনা, ন্যাশানাল রেস ওয়াকিং এ সোনা প্রভৃতি।








