কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য গত একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সভা অনুষ্ঠিত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। মাঠের মধ্যে খোঁড়া হয়েছিল গর্ত, এইজন্য বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় মেয়র গৌতম দেবকে। কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। মেয়র এই বিষয়ে জানান আগামী এক মাসের মধ্যে এই মাঠ খেলার উপযুক্ত হবে বলে আশ্বাস দিলেন। এজন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে। মাঠের মধ্যে ৮ থেকে ৯ কেজি মতো পেরেক ছিল সেগুলি চুম্বকের সাহায্যে তুলে ফেলা হয়েছে। এছাড়া এটেল মাটি দেওয়া হচ্ছে মাঠে, মাঠে জল দেওয়া হচ্ছে, সাধারণত এই সময় টানের সময়। তাই পর্যাপ্ত জল দিয়ে মাঠ ভিজিয়ে রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে এই মাঠ খেলার উপযোগী হয়ে উঠবে।
নিউজ এক ঝলকে
নিউজ ঝলকে
উল্টালো টয় ট্রেন
আবার দার্জিলিং এ উল্টালো টয়ট্রনের ইঞ্জিন
দার্জিলিঙে আবার উল্টালো টয় ট্রেন। স ম্প্রতি, দার্জিলিং এ টয় ট্রেনের ইঞ্জিন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। প্রসঙ্গত কিছুদিন আগেই কার্শিয়াং-এ উল্টে গেছিল টয় ট্রেনের ইঞ্জিন। ঘুম স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে জোর বাংলার কাছে উল্টে যায় টয় ট্রেনের ইঞ্জিন। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনার কারণে সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে সারিসারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয় বলে জানা যায়। কার্শিয়াং এর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও এই ঘটনা পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।









