রঙের উৎসবে শিলিগুড়ির কারখানায় আবির তৈরীতে কর্মীরা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সামনেই রঙের উৎসব হোলি, জোর কদমে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন শাস্ত্রী নগর এলাকার কারখানায় রংবেরঙের আবির তৈরির কাজ চলছে। প্রসঙ্গত ফুলের পাপড়ি, এরারুট সহ আরো কিছু উপকরণ দিয়ে তৈরি হয় আবির। বিগত বছর গুলিতে করোনা, লকডাউনের কারণে সেই ভাবে ব্যাবসা হয়নি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক, আশা করা হচ্ছে এই বছর ভালোই ব্যাবসা হবে। চলছে আবির তৈরির কাজ, ৩০ থেকে ৩৫ জন শ্রমিক আবির তৈরির কাজ করছেন। প্রসঙ্গত এই কারখানার প্রস্তুত আবির শিলিগুড়ির মহাবীর স্থান সহ বিভিন্ন বাজারে বিক্রয় হয়, এমনকি শিলিগুড়ির বাইরেও এই আবিরের চাহিদা রয়েছে।
রঙের উৎসবে শিলিগুড়ির কারখানায় আবির তৈরীতে কর্মীরা
89%








