২০২৩র ফেব্রুয়ারিতে সেরা ২৩ সাফল্য
দাবদাহ লাইভ, কোলকাতা, দেবর্ষি ব্যানার্জীঃ ভারতবর্ষ ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত উন্নত একটি দেশ। ক্রিকেট থেকে শুরু করে অলিম্পিকে এই দেশের খেলোয়াড়দের সাফল্য বিশ্বখ্যাত। সম্প্রতি ২০২১র অলিম্পিকে একটি ও ২০২২ এর কমনওয়েল্থে ২২ টি স্বর্ণ পদক আসে ভারতে। ২০২৩ এর শুরু থেকেই দেশের নাম উজ্জ্বল করা শুরু করল ভারতীয় খেলোয়াড়রা। শুরুতেই অনুর্ধ উনিশ মহিলা বিশ্বকাপ জয় , শুভমান গিলের দ্বি শতক ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ২০২৩ এর ফেব্রুয়ারিতে ক্রীড়ায় সেরা ২৩ টি সাফল্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্যর মধ্যে- আই পি এলের পর ডব্লিউ পি এল, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, সেরা ২৩ এর শুভমান, টি টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যাবধানে জয়, কুস্তী তে ব্রোঞ্জ, রোহিত শর্মার রেকর্ড, কেনিয়া লেডিস ওপেন টাইটেল ভারতীয় গফফারের, রাইফেল শুটিং এ ব্রোঞ্জ ভারতীয় বালিকা, রাইফেল শুটিং এ সোনা তরুণ ভারতীয় শুটারের, ৫০ এম রাইফেল শুটিং এ সোনা, ন্যাশানাল রেস ওয়াকিং এ সোনা প্রভৃতি।








