স্মৃতি চ্যালেঞ্জ কাপ ২০২৩ এবার নিউ ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, মধ্যমগ্রামের ইয়ুথ সোশ্যাল এন্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, মধ্যমগ্রাম জনকল্যাণ মাঠে দিবারাত্র ব্যাপি ১৬দলীয় আন্ডারআর্ম ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছিল। খেলার দিন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রামের চেয়ারম্যান নিমাই ঘোষ সহ পৌরসভার সি আই সি সুভাষ মুখোপাধ্যায় এবং পঙ্কজ চন্দ্র এবং সিএবির আম্পেয়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি সহ মধ্যমগ্রামের আরো বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টটি উত্তর ২৪ পরগনার মধ্যে অন্যতম একটি বৃহৎ ফ্ল্যাশ বলের আন্ডার এন্ড টুর্নামেন্ট। খেলার বিজয়ী দল নিউ ব্যারাকপুরের থ্রি ব্রাদার্স পুরস্কার বাবদ ট্রফি সহ নগদ ২২ হাজার টাকা এবং বিজিত দল মধ্যমগ্রামের বজরঙ্গীর পুরস্কার বাবদ ট্রফি সহ ১৮ হাজার টাকা পেয়েছে। পরবর্তী বছরে এই টুর্নামেন্ট ১৪ ই জানুয়ারি ২০২৪ শে অনুষ্ঠিত হবে বলে মাঠে ঘোষিত হয়।








