গন্ডারের ভয়ে গাড়ী উল্টে পর্যটক জখম
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জলদাপাড়ায় জঙ্গল সাফারি করার সময় দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি। গন্ডারের হামলা পর্যটক ছ’জন জখম। সূত্রে খবর মিলেছে শনিবার দুপুরে পশ্চিম জলদাপাড়ায় জঙ্গল সাফারি করছিল একটি হুটখোলা জিপ গাড়ি। জঙ্গলের ভিডিও করছিলেন বেশ কয়েকজন পর্যটক, সেই সময় অতর্কিত দুটি গন্ডার জঙ্গল থেকে বেরিয়ে এসে গাড়িটিকে তাড়া করে। এরপর গাড়িতে গন্ডার দুটির হাত থেকে বাঁচবার জন্য জঙ্গলে পেছাতে শুরু করে। এরপরেই ঘটে বিপত্তি, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় ৬ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা গেছে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী পর্যটক জানান, জঙ্গল সাফারি করবার সময় বেশ জোরে যাচ্ছিল গাড়িটি। সেই সময় জঙ্গল থেকে গন্ডার বেরিয়ে আসে, প্রচন্ড জোরে ধাক্কা মারে গাড়িতে। গাড়িটি তখন জঙ্গলে পেছাতে শুরু করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।








