খাদি ও হস্তশিল্প মেলা শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়ি কাওয়াখালি নিউটাউনশিপে আজ থেকে শুরু হল খাদি, হস্তশিল্প এবং তাঁত মেলার সূচনা। উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন মেয়র গৌতম দেব। চলবে ২৫ফ্রেব্রয়ারি থেকে ১৬ মার্চ ২০২৩। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ত শিল্পীরা তাদের তৈরী বানানো পসরা নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।
খাদি ও হস্তশিল্প মেলা শিলিগুড়িতে
90%








