ফসলে আগুন ক্ষতিগ্রস্ত কৃষক
দাবদাহ লাইভ, হাবরা, প্রভাস বিশ্বাসঃ ফের আগুন কৃষকের ফসলে। এবার ৫ বিঘা জমির সরিষা পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা। সম্প্রতি, মাঝ রাতে গাইঘাটা ব্লকের ডুমা জিপির সেকাটি গ্রামের এই ঘটনা। গাইঘাটা থানায় সন্দেহর তালিকায় থাকা অভিযুক্তদের বিরুদ্ধে জি ডি ই হয়, নম্বর ১৫৩/২৩। সেকাটির নেপাল রায় ৫ বিঘা জমিতে এবার সরিষা চাষ করেন, বাম্পার ফলন সমস্ত এলাকায়। ঝাড়াই মাড়াই করার জন্য ক্ষেতেরই এক পাশে সমস্ত সরিষা গাদা করে রাখা ছিল। মাঝ রাতে কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার আগেই নিমেষে পুড়ে ছাই। আগুনের লেলিহান শিখার তেজের ভয়াবহতার প্রমাণ কিছুটা দূরে থাকা কলাগাছ ও অন্যান্য গাছ, ঝলসানোর চিহ্ন। চাষী নেপাল রায় জানান, আমারই পাশের বাড়ির মধু সূদন মন্ডল, তার বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে আমার ক্ষেত, সে রাতে ঘর থেকে বাইরে বেরোলে প্রথমে দেখে আমায় খবর দিলে ঘটনা স্থলে যাই। দ্রুত ফায়ার ব্রিগেডে খবর জানাই। আসার আগেই সব শেষ। সন্দেহর তালিকা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছি। ২০২০ সালেও আমার আড়াই বিঘা জমির আখ ক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই বার ক্ষতির পরিমাণ ও প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ছিল। ব্যক্তিগত আক্রোশে আমার ক্ষতি করছে বলে আমার দৃড় ধারণা। আইনের দ্বারস্থ হয়েছি। দেখে গেছে অনেকেই। তারা আশ্বাস দিয়েছেন পদ্ধতিগত ভাবে অপরাধীদের শনাক্ত করা হবে।








