ভাষা দিবসে শহীদ স্মরণে বেডসের সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ বেডসের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে সপ্তাহব্যাপি ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রথম দিনে পাঁচপোতা নরেন্দ্র শিশুতীর্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩৫০জন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সমাজ সচেতন মানুষ প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেডসের বসিরহাট মহাকুমা সভাপতি রতন হাজরা ও বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ফাল্গুনী সরকার খাঁ। অনুষ্ঠানের কনভেনর বেডসের রাজ্য নেতৃত্ব কার্তিক চন্দ্র বিশ্বাস ভাষা শহীদদের জন্য শোকপ্রস্তাব পেশ করেন ও ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিরাবতা পালন করা হয়। মূল মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রীপর্ণা আচারিয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১০জন ছাত্র ছাত্রী রং তুলি দিয়ে ছবি আঁকে। ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা রাখেন বেডসের রাজ্য সম্পাদক শাজাহান মন্ডল, রাজ্য কনভেনর মফিজুর রহমান, রাজ্য সহ সভাপতি আলফাজ হোসেন, দিল্লী কনভেনর ডা. নূর ইসলাম বিশ্বাস, নরেন্দ্র স্কুলের কর্ণধর উৎপল বিশ্বাস, পদ্মাবতী বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা জানান ২১তারিখ থেকে ২৭তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাষা শহীদদের স্মরণ এর মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক কৌশিক বিশ্বাস।








