কলেজে মাতৃভাষা স্মারক স্তম্ভের উদ্বোধন
দাবদাহ লাইভ, বেলঘড়িয়া, অলোক আচার্যঃ ২১ফেব্রুয়ারী ২০২৩ এ ভৈরব গাঙ্গুলি কলেজ এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি ভাষা শহীদ স্মারক স্তম্ভ তৈরি করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই উপলক্ষে সকাল ৮টায় একটি বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। বেলা ১২ টায় এই স্মারক স্তম্ভটি উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয এর উপাচার্য অধ্যাপিকা (ড:) মহুয়া দাস, দমদম এর সাংসদ সৌগত রায়, বিশিষ্ট চিত্রকর শুভা প্রসন্ন ভট্টাচার্য, কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। উপাচার্য অধ্যাপিকা (ড:)মহুয়া দাস বলেন পশ্চিমবঙ্গের প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভৈরব গাঙ্গুলী কলেজে এই ভাষা শহীদ স্মারক স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ঘোষণা করেন আগামী শিক্ষা বর্ষ থেকে এই কলেজে বাংলা বিষয়ের উপর স্নাতকোত্তর কোর্স পড়ানো হবে। সাংসদ সৌগত রায় সহ উপস্থিত সকলে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদ ও আসামের শিলচর এ বাংলা ভাষা আন্দোলনের শহীদ দের শ্রদ্ধা জানান ও স্মরণ করেন। কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্র ছাত্রীরা গান নাচের মধ্যে দিয়ে এই দিনটি পালন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ড:) শুভ্রনীল সোম উপস্থিত সকল অতিথিবর্গকে কলেজের শিক্ষক-শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করেন ও ঘোষণা করেন প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভৈরব গাঙ্গুলী কলেজে সম্মানের সাথে দিনটি পালন করা হবে। কামারহাটি পৌরাঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্ট ও সাধারণ মানুষদের যুক্ত করে।








