আই পি এলের পর ডব্লু পি এল
দাবদাহ লাইভ, কোলকাতা, দেবর্ষি ব্যানার্জীঃ ভারতীয় মহিলা খেলোয়াড়দের জন্য আয়োজিত হতে চলেছে ওম্যান প্রিমিয়ার লীগ। ২০০৮ সালে ভারতে শুরু হয়েছিল আই পি এল। আই পি এল সমগ্র ভারতবাসীর কাছে শুধু খেলা না একটা উৎসব। সেই আই পি এল কে অনুকরণ করে শুরু হচ্ছে ডব্লু পি এল। আই পি এল বহু আন্তর্জাতিক ক্রিকেটার উপহার দিয়েছে, ডব্লু পি এল ও বহু মহিলা ক্রিকেটার দেশ কে উপহার দিতে পারে। সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স ও খুব ভালো। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল টি টোয়েন্টি অনুর্ধ উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়। নিজের জন্মদিনের গিফ্ট হিসেবে এই জয় ক্যাপ্টেন শেফালি ভার্মার কাছে এক স্বপ্নপূরণ। ম্যাচের সেরা বাংলার তিতাস সাধু। ৪ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বোলার। এই বছর ৫ টি টিম ডব্লু পি এল এ অংশগ্রহণ করলেও আগামী দিনে এই টিমের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন ক্রিকেট মহল। এই কথা বলাই যায় ডব্লু পি এল ভারতীয় মহিলা ক্রিকেটারদের কাছে একটা বড়ো প্লাটফর্ম। আগামী দিনে এই খেলার জৌলুস আই পি এল এর মতন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।








