জেলায় জেলায় ভাষা শহিদ স্মরণ
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা থানার সামনে রাজ্যে প্রথম ভাষা শহিদ স্মরণে স্মৃতি স্তম্ভ তৈরি করে রাজ্যের অন্যতম স্বেচ্ছা সেবা সংস্থা আমতা এক নম্বর ব্লকের রসপুর, অগ্রগতি। আজকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালন করা হচ্ছে। পথ পরিক্রমা করে শহিদ স্মরণ পত্রিকা প্রকাশ ও আলোচনা সাহিত্য চর্চা। হুগলি জেলার আমতা জয়পুর পেঁড়ো উদয়নারায়ণপুর খানাকুল সহ বিভিন্ন থানা এলাকার বাসিন্দা সমাজের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ এদিন স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বলে জানান অনুষ্ঠান পরিচালনা করা অগ্রগতির প্রতিষ্ঠাতা সম্পাদক তপন মণ্ডল, সহ অতনু, মুস্তাক মণ্ডল আমাদের প্রতিনিধিকে। আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক ও আমতা থানার ওসি অজয় সিং, মানুয়ারা খাতুন, অমিত রায়, বুদ্ধদেব মণ্ডল, অশোক অধিকারী, স্বপন নন্দী, সত্যেন্দ্র নাথ পাইন, দীপঙ্কর মান্না, উত্তম পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন, নাচ, গান, কবিতা পাঠ করেন।








