বারাসাতে পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী ঘুরলেন উপ-পুরপ্রধান
দাবদাহ লাইভ, বারাসাত, মোবারক কুরেশিঃ প্রতিবছরের ন্যায় এবারও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষথীদের হাতে পেন, বোর্ড, চকলেট এর সঙ্গে একটি করে গোলাপ ফুল তুলে দেন বারাসাত পৌরসভার উপ-পৌরপ্রাধান তাপস দাশগুপ্ত। বারাসাত শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ড থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হবে বলেও তিনি জানালেন। বিগত ১০-১২ বছর ধরে এইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দিয়েছেন বলে তিনি আরও জানান। পরীক্ষার পরে পরীক্ষাথীরা তাঁর সঙ্গে যোগাযোগ করে, সেটাই সবথেকে বড় পাওনা বলে জানালেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত।








