নার্সিং এডুকেশনের সমাবর্তন অনুষ্ঠান
উপস্থিত মেয়র গৌতম দেব
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্ত : আজ সকালে আনন্দলোক ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশনের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্যময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ প্রমুখ। মেয়র ও ডেপুটি মেয়রকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তরফ থেকে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র গৌতম দেব বক্তব্য শুরু করেন আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং ট্রেনিং থেকে যেসব ছাত্রীরা পাশ করেছেন তাদেরকে শুভেচ্ছা জানান; পাশাপাশি যারা এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদেরও শুভেচ্ছা জানান তিনি। এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন বলে তিনি জানান। তিনি আরও জানান, প্রসঙ্গত এই ধরনের ইনস্টিটিউটের তারিফ করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ অগ্রণী ভূমিকা নেয়।








