বাইকে ধাক্কা দুধের গাড়ির, জখম ৩, ধৃত ড্রাইভার
দাবদাহ লাইভ, নববারাকপুর, নিজস্ব সাংবাদদাতা : ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুর সাজিরহাট মোড়ে। বৃহস্পতিবার সকালে অফিস যাওয়ার পথে জনৈক ব্যক্তি বইয়ের দোকান থেকে পেন কেনার জন্যে তাঁর বাইক দাঁড় করান পথের পাশে। তাখনই একটি দুধের গাড়ি সিগন্যাল ফেইল করে সজোরে এসে ধাক্কা মারে বাইকে। তৎক্ষণাৎ দুধের গাড়ির নীচে বাইকের চালক চাপা পড়ে। বাইকটি গাড়ির নীচে ঢুকে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন অকুস্থলে ছুটে আসে। তারা বাইকের চালককে টেনে হিচড়ে উদ্ধার করে। গুরুতর জখম হয় আরও একজন। তিনি এসিপি অফিসের সিভিক ভলান্টিয়ার পুলিশ কর্মী। তাঁকেও দুধের গাড়ির নীচ থেকে টেনে হিচড়ে উদ্ধার করা হয়। দুজনকেই চিকিৎসার জন্য মধ্যমগ্রাম পুর হাসপাতালে, এবং পরে বারাসাত যশোর রোড বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর জখম হন জনৈক বয়স্ক মহিলা। তাঁকে মধ্যমগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি শহরপুরে। পরিচারিকার কাজ করেন। সকালে এসেছিলেন সাজিরহাট মাছ বাজারে।
অপরদিকে নিউ বারাকপুর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে। দুধের গাড়ি সহ মদ্যপ অবস্থায় ড্রাইভারকে পুলিশ আটক করে। আহত ঘোলা এসিপি অফিসে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার কর্মী দেবাশিস মিস্ত্রির ডান পায়ে হাটুর মালাই চাকীর উপরে অপারেশন করা হয় বারাসত নারায়ণী মাল্টি স্পেশালিটী হাসপাতালে। ডান পায়ের বুড়ো আঙুল নখে চোট লাগে বলে জানান দেবাশিস মিস্ত্রি। উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি এবং নিউ বারাকপুর থানার ওসি বিজয়কুমার ঘোষ।








