স্বল্প দৈর্ঘ্যের ছবি ওয়াটার আন্তর্জাতীক ফেস্টিভ্যালে পুরস্কৃত
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল-২০২৩ থেকে স্বল্প দৈর্ঘের ছবি ওয়াটার বেস্ট ইনভারমেন্টাল শর্ট ফিল্মের ক্যাটাগরি থেকে পুরস্কৃত হয়েছে। পুরস্কার তুলে দিয়েছেন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ প্রখ্যাত অভিনেতা বরুণ চন্দ্র। এই ছবিটি সাধারণ ভাবে যে স্বাদ দর্শকবৃন্দ নেন, তা’ থেকে একটু অন্য ধরণের স্বাদ গ্রহণের ছবি। বাস্তবে জলের ব্যবহারিক দিক নিয়ে এই ছবি। জলের এই ব্যবহার নলের বা কলের কাছে কতটা যে বেদনা দায়ক তা’ তুলে ধরেছেন এই ছবির নির্মাতারা। জল অপচয়ের বার্তা নিয়েই এই ছবি। নির্দেশনায়, ভাবনায় ও কণ্ঠ্যে উজ্জ্বল অধিকারী। এই ছবি নির্মাতা জানান, মানুষের কাছে যথেষ্ঠ সাড়া পাচ্ছেন বা আগামী দিনে পাবেন বলে আশাবাদী।








