ক্যান্সার বিষয়ে সচেতন শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ ক্যান্সার বিষয়ক এক সচেতনতা শিবিরের আয়জন করা হয় প্রয়াস ও জনকল্যাণ কো-অপারেটিভ ব্যাঙ্কের যৌথ উদ্যোগে; স্বাস্থ্য বিষয়ে মানুষের সচেতনতায় বা জীবন ধারায় সাবধানতার দ্বারা এই রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের আরও মত যে, ক্যান্সার হওয়া রোগীদের মধ্যে এই রোগের ধরন সহ নানান বিষয়ে জ্ঞান চর্চা করাও আবশ্যক; আক্রান্তদের পাশে থাকা প্রতিবেশিদের খুবই জরুরি; এভাবে প্রতিবেশীদের সহানুভুতি আক্রান্তদের ভীতি মুক্ত করতে সাহায্য করে। উল্লেখ্য, প্রয়াসের কর্ণধার শ্যামল দাসের সক্রিয় ভূমিকায় সচেতন শিবিরে বক্তব্য রাখেন প্রত্যুষের কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী, চর্ম বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত দাস, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সুবীর গাঙ্গুলী, ডাঃ অমিতাভ রায় সহ ডাঃ জীবন ভট্টাচার্য। সঞ্চালনায় ক্যান্সার আক্রান্ত সোমা সরকার। দু’ বার অপারেশনে এক ব্রেন ক্যান্সার জয়ীকে সম্বর্ধনা জানানো হয়। আরও উল্লেখ্য, ৫০ জন মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের স্ক্রীনিং টেষ্টে এক জনের ক্যান্সার ধরা পড়ে বলে উদ্যোক্তরা জানান।








