শিলিগুড়ি স্টেশন বাজারে সি.সি.টি.ভি ক্যামেরা উদ্বোধনে মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্ত : শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে সি.সি.টি.ভি ক্যামেরা বসানোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র এদিন জানালেন, শিলিগুড়িতে বাড়ছে অপরাধ, এই দমন করার জন্যে ও সাধারণ পথ চলতিদের নিরাপদে রাখার প্রয়োজনে সি.সি.টি.ভি লাগানো হ’ল। তিনি আরও জানান, “আমাদের ভাবনা শিলিগুড়িকে অন্য শহরে পরিনত করে তুলতে হবে। আর সি.সি.টি.ভি থাকলে অপরাধ অনেকটাই কমে যাবে।“এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য এম.এম.আই.সি এবং শিলিগুড়ির মিউনিসিপাল কর্পরেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসারেরা।
নিউজ এক ঝলকে
শিলিগুড়ি স্টেশন বাজারে সি.সি.টি.ভি ক্যামেরা উদ্বোধনে মেয়র
0%








