নিউটাউন মহানগরে নতুন পালক হরিনালয়
দাবদাহ লাইভ, কলকাতা, সুমিত মজুমদার: ৯ ফেব্রুয়ারি ২০২৩, সবুজায়ন করা হ’ল নিউটাউন মহানগরের। ফলে, আরেকটি নতুন পালক যুক্ত হ’ল। হরিনালয় নামের চিড়িয়াখানা তৈরি হয়েছে। চিড়িয়াখানাটির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি। উক্ত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।আপাতত কয়েকটি হরিণ এবং অন্যান্য জীবজন্তু নিয়ে এই হরিনালয় চিড়িয়াখানাটি তৈরি করা হলেও আগামী দিনে বাঘ ও সিংহের দেখা মিলতে পারে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই আকর্ষণীয় প্রকল্পের ফলে এবং গতিশীলতার জন্যে পর্যটকেরা আরও বেশি করে আকৃষ্ট হবে। ইতিমধ্যে উৎসব মরসুম ছাড়াও ইকো পার্ক রাজ্য, দেশীয় এবং বিদেশি পর্যটকদের ভিড় লক্ষণীয়। এর ফলে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে হিটকো এবং নিউটাউন মহানগরের সাধারণ মানুষ।








