ধরমনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির ১ নং ওয়ার্ডের ধরমনগর এলাকায় আগুন লাগে। ফলে, ব্যাপক ক্ষতি হয়েছিল বেশ কয়েকটি বাড়ির। বহু ক্ষয়ক্ষতি হয়েছিল আরও অনেক পরিবারের। ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছিল। শিলিগুড়ি পুরনিগম প্রায় সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ক্ষতিগ্রস্তদের প্রতি। এবারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র,ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম.এম.আই.সি-রাও। এদিন মেয়র জানান, “এই শীতে আগুনে পুড়ে ছাই ওদের ঘর। প্রচণ্ডভাবে সমস্যা নিয়ে কাটাচ্ছিল ওরা। আজকে কিছু অর্থ, জামাকাপড় এবং খাবারদাবার তুলে দেওয়া হলো। বাচ্চাদের কষ্ট হচ্ছিল বুঝে গিয়েছিলাম। ওরা হাসুক এটাই চাই।“








