২৩এর সেরা ২৩ এর শুভমান
দাবদাহ লাইভ, দেবর্ষি ব্যানার্জিঃ শুভমান গিল, ভারতীয় আন্তর্জাতিক দলের এক উদীয়মান ব্যাটার। ২০২৩ এর শুরু থেকেই ২৩ বছরের শুভমান গিল ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ২০১৮র অনুর্ধ উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ভারতীয় দলে গিল ছিলেন সহ অধিনায়ক ও সিরিজের সেরা। বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান করে পঞ্চম ভারতীয় ব্যাটার ও বিশ্বের কনিষ্ঠতম ব্যাটার হিসেবে এক দিনের ক্রিকেটে দ্বি শতকের নজির গড়েন গিল। এছাড়াও একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান (১৯ ইনিংস) করে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙেন। টি টোয়েন্টি ক্রিকেটেও দেখা যায় গিলীয় দাপট। একদিনের পর টি টোয়েন্টিতেও শুভমান গিল করেন ১২৬ রান যা ভারতীয় ব্যাটার হয়ে সর্বোচ্চ। শুভমান গিল হলেন পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি ক্রিকেটের তিনটি ফর্মাটে সেঞ্চুরি করেন। ক্রিকেট বিশেষজ্ঞ দের মতে ২৩ বছরের গিলের এই ফর্ম ২০২৩র বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কাছে খুব গুরুত্বপূর্ণ।








