মাঘী পূর্ণিমায় মানুষের ঢল মানিকচক ঘাটে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নানে মানুষের ঢল নামল মালদার মানিকচক ঘাটে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুণ্যস্নানের জন্য রবিবার থেকেই ঘাটে ভিড় জমান।জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি পাশের রাজ্য থেকেও মানুষ এদিন মানিকচকের ঘাটে উপস্থিত হন। প্রতি বছর মাঘী পূর্ণিমায় মানিকচক গঙ্গার তীরে বিশাল মেলা বসে।এবারও ব্যতিক্রম হয়নি।সপরিবারে গঙ্গায় ডুব দিয়ে মেলা থেকে খাওয়া দাওয়া করে দিনটি পালন করে মানুষেরা। মালদা জেলা পুলিশ প্রশাসনের তরফে জমায়েতকে মাথায় রেখে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।মহিলা পুলিশকর্মীও মোতায়েন করা হয়।মানিকচক স্বাস্থ্য বিভাগের তরফে মেলায় মেডিক্যাল ক্যাম্প করা হয়।মেলা কমিটির তরফে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা করা হয়েছে। নদীতে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের তরফে বোর্ডের মাধ্যমে নজরদারি চালানো হয়।মোতায়েন ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।








