বারাসাতে নেতাজী সম্পর্কে আলোচনা প্রাতিস্বিকের
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সুভাষ বসুর ১২৬ তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রাতিস্বিক সংস্থার উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এই সংস্থার সভাপতি প্রদীপ কুন্ডু প্রাথমিক সূচনার বক্তব্য দিয়ে সংগঠনের কার্যক্রমের ব্যাখ্যা করেন। ঊষষী শিল্পী গোষ্টির ‘মুক্তিরও মন্দির সোপানতলে, কত প্রাণ হল বলিদান …… লেখা আছে অশ্রু জলে……’ উদ্বোধনী সঙ্গীতে শুরু এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের প্রথম আলোচক ছিলেন দর্শন শাস্ত্রের অধ্যাপিকা ডঃ মীরাতুন নাহার। প্রসঙ্গত তিনি বর্তমান সামাজিক অব মূল্যায়নের প্রসঙ্গে মনোজ্ঞ আলোচনা করেন। পরবর্তীতে বক্তব্য রাখেন রবীন্দ্র পুরস্কারে সম্মানীত, এশিয়াটিক সোসাইটির অন্যতম সদস্য ও প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শঙ্কর নাথ। তিনি নেতাজীর সঙ্গীতজ্ঞ সম্পর্কে আলোকপাত করেন। যা’ অনেকেরই অজানা। ক্যান্সার বিষয়ক নিজের লেখা একখানি গ্রন্থ তুলে দিলেন সভাপতি প্রদীপ কুন্ডুর হাতে। প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কারও বিতরণ হল এই অনুষ্ঠানে।








