মহিলাদের স্বনির্ভর ও শিশুদের আত্মরক্ষা সচেতন শিবির
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়িতে সূর্যসেন কলেজের উদ্যেগে এন সিসির সহায়তায় অনুষ্ঠিত হল মহিলা এবং শিশুদের এক সচেতনতা শিবির। এখানে মহিলাদের নিজেদের তৈরী করা এবং শিশুদের আত্মরক্ষা করতে শিখিয়ে দেওয়া হয়। এই শিবিরে যোগ দেন মূলত পিছিয়ে পড়া মহিলারা। যারা একেবারেই আর্থিক দিক থেকে দূর্বল এবং নিজেদেরকে স্বনির্ভর করতে ইচ্ছুক তাদের নিয়েই মুলত এই সচেতনতা শিবির। যাদের আর্থিক সঙ্গতি একেবারেই নেই তাদের আর্থিকভাবে সবল করবার পিছনে এই সচেথনতা শিবিরের একটি বড় ভূমিকা থাকবে বলে জানালেন সূর্যসেন কলেজে কর্মরতা তনিমা ঘোষ। তিনি জানালেন আমাদের মুল লক্ষ হল পিছিয়ে পড়া মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করা। যাতে তারা তাদের উজ্জল ভবিষ্যত তৈরী করতে পারে। শিশুদের জীবনে পড়াশোনার একটা বিরাট ভূমিকা আছে সেটা যাতে শিশুরা কাজে লাগাতে পারে সেটাও দেখা হবে বলে জানালেন সূর্যসেন কলেজের একজন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক।এদিন শিশুদের প্রকৃতিপাঠও শেখানো হয়। শিশুদের জীবনে সবকিছুর গুরুত্ব শিশুদের বোঝানো হয় এই শিবিরের মাধ্যমে।








