Banner Top

তুলসিবেড়িয়া দরগা শরীফে ৮১১ তম অনুষ্ঠানে ভক্তের ঢল

                               দাবদাহ লাইভ, উলুবেড়িয়া, অভিজিৎ হাজরাঃ  গ্ৰামীণ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া হজরত পীর জনাব  আব্দুল হামিদ আলী খান রহঃ আঃ, দরগা শরীফে, তুলসিবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে সারাদিন ধরে এগারোই শরীফের মহফিলে ভক্তদের ঢল নামে। দরগা শরীফে প্রতি বৃহস্পতিবার, আরবী মাসের চাঁদের এগারো তারিখে হজরত বড়ো পীর স্মরণে, এই রজব মাসে ইণ্ডিয়া ভারত, হিন্দুস্তানে হিন্দেল ওলী হজরত খাজা গরীব নাওয়াজ মৈনুদ্দিন চিস্তি রঃ আঃ ওরশ মোবারক আজমের শরীফে ৮১১ তম বার্ষিক অনুষ্ঠিত হল। সারা বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম প্রাণ নরনারী সমবেত হন। তাঁর স্মরণে ওয়াজ মহফিলে ভক্তদের ঢল নামে বলে জানান কমিটির সভাপতি মহম্মদ সেখ মুক্তার। সকাল থেকে পর্যায়ক্রমে নানান স্থানের ধর্ম প্রাণ ভক্তরা বিশেষ স্মরণ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন শরীফ, হাদীস শরীফ, বড়ো পীর স্মরণে, খাজা বাবা স্মরণে ও পীর, ওলী, আউলিয়ার অলৌকিক ঘটনা আলোচনা করা হয়। ধর্ম আলোচনা সভায় আলাপ আলোচনাকরেন পীরজাদা রফিকুল ইসলাম খান, পীরজাদা সাইদুল ইসলাম খান, পীরজাদা আমিরুল ইসলাম খান, পীরজাদা আবেদুল ইসলাম খান ও নাত পাঠ করেন নূর হোসেন মল্লিক। আরবী মাসের চাঁদের অনুসারে রজব, শাবান, রমজান এই তিন মাস বিশেষ গুরুত্বপূর্ণ। নৈতিক চরিত্র গঠনে যা পবিত্র কুরআন শরীফ ও হাদিস শরীফে উল্লেখ আছে। নৈতিক চরিত্র গঠন সম্পর্কে দুই হাজার দুই থেকে প্রতি বৃহস্পতিবার আর গত ষোল মাস ধরে মাসিক মজলিস চলছে নৈতিক চরিত্র গঠনের আলাপ আলোচনার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে। বিশ্বের সকলের জন্য শান্তি সুখ সমৃদ্ধি মঙ্গল কল‍্যাণ কামনা করে প্রার্থনা করা হয়েছে। শিক্ষা সচেতনতা বৃদ্ধির সাথে সেবা কর্ম করার জন্য আহবান জানান শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধির মাধ্যমে। দরগা শরীফের উদ্যোগকে সাধুবাদ জানান এ ভূবনের  বিশিষ্ট ব্যক্তি তাঁরা হলেন জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ এর সতনু জনপ্রিয় আমতা সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির বিট্টু, পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র, ফাদার অভিজিত হাজরা, ব্রাদার মার্কুশ টপ্পো সহ আরো অনেকে। যতো দিন যাচ্ছে ততই ভক্তদের ঢল নামছে নৈতিক চরিত্র গঠনের শিক্ষা মূলক ক্লাসে। এই ব্যাপারে অনেকের আগ্রহ দেখার মতো। পীরজাদা এররা এক এক বিষয় নিয়ে আলোচনা করছেন ও বাস্তবিক জীবনে অবলম্বন করার আহ্বান জানাচ্ছেন।

তুলসিবেড়িয়া দরগা শরীফে ৮১১ তম অনুষ্ঠানে ভক্তের ঢল
User Review
90% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment