জমি বিবাদে খন্ড যুদ্ধ সবং এ
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১নং দেভোগ অঞ্চলের লখ্যা এলাকায় একটি শ্মশানের জায়গা চিহ্নিত করণকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। শাসকদল তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে এই সংঘর্ষ বলে জানা যায়। তিনজন সিপিএম কর্মী সমর্থক আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারে গুরুতর আহত হয়েছেন ৩ সিপিএম কর্মী। তাদের ব্যাপক মারধর করেছে তৃণমূল বাহিনী, এমনটাই অভিযোগ এনেছেন সিপিএম কর্মীরা। জানা গিয়েছে, শ্মশানের জন্য পরিদর্শনে আসেন প্রশাসনিক আধিকারিকরা এরপর তাঁরা জায়গা পরিদর্শন করে চলে যাওয়ার পর ওই এলাকায় শাসক দল ও সিপিআইএম কর্মীদের মধ্যে ওই জায়গাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। সেই সময় তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা সিপিআইএম কর্মীদের ওপর তেড়ে আসেন, ব্যাপক ভাবে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ৩ জন আহত হন। এদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল শিবির। তাদের দাবি, এলাকায় বিজেপি, সিপিআইএম-এর লোকেরা নিজেদের মধ্যে ঝামেলা, গন্ডগোল পাকিয়ে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এতে তৃণমূলের কেউ জড়িত নয়। গোটা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তৃণমূলের। গোটা ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে, তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে সবং থানার পুলিশ।








