মিড ডে মিলের গ্যাস ওভেন বিতরণ শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ি পৌর এলাকার ৩৪ টি বিদ্যালয়কে মিড ডে মিল তৈরির জন্য গ্যাস চুলা বিতরণ করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। শিলিগুড়ির রবীন্দ্র মঞ্চের বাঘাযতীন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। মোট ৩৪টি বিদ্যালয়কে এই গ্যাসের ওভেন তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আইসিরা। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আইসি শ্রাবনী দত্ত এবং বর্ষিয়ান রাজনীতিবিদ প্রতুল চক্রবর্তী।এদিন মেয়র জানান আমাদের অনেকদিনের ইচ্ছে ছিল মিড ডে মিলের জন্য ইষ্কুলগুলির হাতে গ্যাস ওভেন তুলে দেবার। আজ আমাদের সেই ইচ্ছা পূরন হল আর সেজন্য আমরা আনন্দিত।প্রতিটি ইষ্কুলের গ্যাসের চুলা প্রচণ্ডভাবে প্রয়োজন। কারন প্রতিটি ইষ্কুলেই ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে।তাই নতুন গ্যাসের চুলার নিতান্তই দরকার।আপাতত যতটা পারা যায় চুলা তুলে দিলাম। যদি দরকার পড়ে আবার পুরনিগমের তরফ থেকে ব্যাবস্থা করা হবে।






