কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে – সাংসদ অভিষেক
দাবদাহ লাইভ, ডায়মন্ডহারবার, সুমিত মজুমদারঃ ডায়মন্ড হারবারে পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি এক সাংবাদিক সম্মেলনে জানান, কেন্দ্রের বিজেপি সরকার বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক প্রতিহিংসা মূলক রাজনীতি করে যাচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল আবাস যোজনা সহ ১০০ দিনের কাজে জব কার্ডের টাকা। ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদের প্রাপ্য টাকাও আটকে রেখেছে কেন্দ্র। অথচ ভারতের অন্যান্য রাজ্যগুলিকে কেন্দ্র তাদের পাওনা মিটিয়ে দিয়েছে। বাংলার এখনো ৬০০০ কোটি টাকা পাওনা কেন্দ্র মেটাচ্ছে না। পরন্তু দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র প্রতিনিধি দল পাঠিয়ে বাংলাকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেদের প্রচেষ্টায় আবাস যোজনা তৈরি করে দেবেন। এদিকে নিজের সাংসদ এলাকায় পর্যালোচনা বৈঠকে একাধিক উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফলতায় ১৪০০ কোটি টাকা ব্যায়ে নল বাহিত জল প্রকল্প। আগামী ২০২৪ সালের মধ্যে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি জলের পরিষেবা চালু হয়ে যাবে বলেও জানিয়েছেন সংসদ অভিষেক ব্যানার্জি। এর পাশাপাশি “দিদির দূত” নিয়ে বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করে অভিষেক ব্যানার্জি বলেন, মানুষের ক্ষোভের কথা জানার জন্যই “দিদির দূত”কে তাদের কাছে পাঠানো হয়েছে। অথচ ভারতীয় জনতা পার্টির ১৮ জন সাংসদ এবং৭৭ জন বিধায়ক কখনোই মানুষের পাশে থাকেন না। তাই তারা কখনো মানুষের ক্ষোভের সম্মুখীন হতে হয় না।







