ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে ২৬তম বর্ষ আন্তঃ বস্তি ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে প্রায় নশো জন ক্রীড়াবিদকে নিয়ে শুরু করালেন বসতির খেলা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের অভিনন্দন জানিয়ে মেয়র জানান প্রত্যেকের খেলাধুলাতে অংশ নেওয়া উচিত। সে যেই হোক না কেন। এই প্রতিযোগিতায় মোট বারোটি ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানালেন মেয়র এবং ডেপুটি মেয়র। এই প্রতিযোগীদের হাতে নগদ হাজার টাকা এবং ফল তুলে দেন মেয়র এবং ডেপুটি মেয়র। এছাড়াও মাঠে এদিন উপস্থিত ছিলেন প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলারেরা। মেয়র গৌতম দেব জানান এই প্রতিযোগিতা তিনদিন ধরে চলবে। সারা দিন ধরে চলা এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের জন্য আলাদা করে খাবারের ব্যাবস্থা করেছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান আমরা ওদের উৎসাহ দিতে সারাদিন মাঠে উপস্থিত থাকবো। একেকজন করে।








