সরস্বতী পূজার আগে আলপনায় সেজে উঠল স্কুল
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ স্কুল চত্ত্বরকে সাজিয়ে তুলতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলপনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে। ২৩ শে জানুয়ারি সকাল থেকেই, এই আলপনা প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল চরম উন্মাদনা। চন্দ্রকোনা জিরাট স্কুলের শিক্ষকরা জানান, ২৩ শে জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো ও স্কুলের প্রতিষ্ঠা দিবস। এই দিনগুলিকে সামনে রেখে এই আলপনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে যেমন স্কুল চত্ত্বর সৌন্দর্যে ভরে উঠবে তেমনই বাড়বে ছাত্র-ছাত্রীদের মধ্যে আঁকার উত্সাহ ।
সরস্বতী পূজার আগে আলপনায় সেজে উঠল স্কুল
0%








