নেতাজীর জন্মদিনে দৌড় শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ সকালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার চার নং মন্ডলের যুব সভাপতি প্রসেনজিৎ পালের তত্বাবধানে দার্জিলিং মোড় হইতে তরুণ তীর্থ ময়দান ওয়ার্ড নং ২৪ সকলের জন্য দৌড় আয়োজিত করা হলো, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারি ও কার্যকর্তাগন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার বিধায়ক শঙ্কর ঘোষ।এছারাও উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এবং বিজেপী দার্জিলিং জেলার তিন,চার এবং পাচ নম্বর কমিটির সকল সদস্যরা। এদিন জেলা বিজেপীর তরফ থেকে এক ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজনও করা হয়।এই প্রতিযোগীতায় মোট একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিলেন। বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ টাকা তুলে দেন শিলিগুড়ি এবং ডাবগ্রামের দুই বিধায়ক।









