শিলিগুড়িতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ঘর ও দোকান
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ভয়াবহ আগুনে শিলিগুড়ির ১ নং ওয়ার্ডে পুড়ে গেল পনেরোটি বাড়ি। সকালে শিলিগুড়ির ধরমনগরে আগুন লাগে প্রথমে একটি দোকানে। দোকানের পাশেই ছিল পরপর তিনটে টিনের বাড়ি। ওই দোকান থেকে প্রথমে তিনটে বাড়িতে এবং সেখান থেকে আগুন লেগে যায় আশেপাশের আরো দশটি বাড়িতে। সকালে ঠান্ডা এবং কুয়াশা থাকায় আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে আগুনের শিখা আরো ছড়িয়ে পড়ায় মানুষ ছুটে বেরিয়ে আসেন ঘর থেকে। সকালে সেই সময় ঠান্ডা থাকায় সেই সময় সবাই শুয়ে ছিলেন। চিৎকারে অনেকের ঘুম ভেঙে যাওয়ায় সবাই ছুটে চলে আসেন বাইরে। সেই সময় অনেকে জল খুজেও জল না পাওয়ায় আতঙ্কে অনেকেই চিৎকার করতে শুরু করে দেন।খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। দমকল এসে আগুনকে আয়ত্যে নিয়ে আসে।আগুনের কোপে পড়ে আহত হন তিনজন। বহু ঘরবাড়ি সম্পুর্ন ভস্মীভূত হয়ে যাওয়ায় অনেকেই মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়েন। খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় পাঠককে। তিনি এসে পুড়ে যাওয়া ঘরবাড়ির বাসিন্দাদের সাথে কথা বলেন। পরে কাউন্সিলার জানান প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে,আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করতে।








