দিদির দূতের চা-তৈরী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গোসাইপুরে দিদির দূত হিসাবে গিয়ে চা তৈরী করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। দিদির দূত হিসাবে গত কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানালেন আমি মানুষের প্রয়োজনে মানুষের কাছে যাচ্ছি, এ নতুন কিছুই নয়। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ।আমরা খুব নগন্য। এদিন জেলা সভাপতি নিজে এক বাসিন্দার ঘরে গিয়ে চা তৈরী করেন।তিনি জানান আমি ছোটবেলাতে দেখেছি মা এবং ঠাকুমাকে উনানে রান্না করতে।আজকে নিজে চা তৈরী করে প্রচণ্ডভাবে ভালো লাগছে।আমি নিজে মনে করি উনানে চায়ের ব্যাপারটাই একেবারে আলাদা। ওদের সাথে রান্নাঘরে বসে আমি ওদের সাথে সুখ এবং কষ্টের কথা শুনলাম। আমি নিজে আজকে চা করে সবাইকে চা খাওয়াব বলে জানালেন জেলা সভাপতি। তিনি আরো জানালেন দিদির দূত হিসাবে আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি এটা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। আমি যদি এই কাজটা সফলভাবে করতে পারি তাহলেই নিজেকে ধন্য মনে করব।জেলা সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব এদিন গোসাইপুরে বেশ কিছু বাসিন্দাদের বাড়িতে যান।দিদির কোন কোন ভাতা এবং প্রকল্পের সুবিধা তারা পান নি সেই বিষয়ে আলোচনা করেন।জেলা সভাপতি তাদের জানান অসুবিধা নেই কোন এখন দিদির দূতেরা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সমস্যার সমাধান করবে। আর কেউ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।








