স্কুলের উৎসবে বৃক্ষচারায় স্মরণীয় শিক্ষার্থী সিরাজাম মনিরা
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার বাসিন্দা প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা সদ্য প্রাক্তনী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বালিচক গার্লস হাইস্কুল উচ্চ মাধ্যমিক এর তিন দিনের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত প্রাক্তনী পুর্ন মিলন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনটি বৃক্ষ চারা তুলে দিয়ে স্মৃতির কোনে স্মরণীয় হয়ে থাকলো বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তার এই ব্যাতিক্রমি উদ্দেশ্য, উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিরনবীন এর সাধারণ সম্পাদক তন্ময় সাউ, পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র, জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ এর বিট্টু , জনপ্রিয় আমতা সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির সতনু, মিলন পারের সম্পাদক রঘুনাথ কোঁড়া। পিরার প্রতিষ্ঠাতা সনত কুমার মাল , ফাদার অভিজিত হাজরা, ব্রাদার মার্কুশ টপ্পো সহ আরো অনেকে। আজকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের স্মরণীয় প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব শেষ হলো বলে জানান প্রধান শিক্ষিকা অপর্ণা পণ্ডা আমাদের প্রতিনিধিকে। কয়েক শতাধিক বিশিষ্ট প্রাক্তনী পুর্ন মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বলে জানান সভাপতি ভবানী শঙ্কর মাইতি ও উৎসব সমিতির সভাপতি রঞ্জিত কুমার দাস বলেন সকল প্রকার উপস্থিত জন, সহযোগিদের অভিনন্দন জানাই। আগামী দিনে আরও বেশি বেশি করে সহ যোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেন অভিভাবক আম্বিয়া বেগম আমাদের প্রতিনিধির মাধ্যমে।








